বাংলাদেশকে একটি শান্তি, স্থিতিশীল এবং অগ্রসর জনপদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারি (ম. জি.আ.)। ১১ অক্টোবর দিবাগত মধ্যরাতে চট্টগ্রামের ফটিকছড়ির দরবার শরীফে সুফি সম্রাট বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারির (ক.) ৩৭তম বার্ষিক ওরশ শরীফে সভাপতির বিশেষ মোনাজাতে তিনি এই ফরিয়াদ করেন। গাউসিয়া হক মঞ্জিল কর্তৃক আয়োজিত মহান ওই ব্যক্তিত্বের ওরশ উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত লাখো ভক্ত-আশেকদের নিয়ে করা মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারি (ম.) বিশ্বের দিকে দিকে নির্যাতিত নিপীড়িত জুলমের শিকার মানবসন্তানদের মুক্তি কামনা করেন। মহান আল্লাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারিকে (ক.) মোমেনদের মাঝে বিশ্বঅলী, শাহানশাহ হিসেবে প্রকাশিত করেছেন বলে বিশেষ মোনাজাতে মন্তব্য করে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারি(ম.) বলেন, ‘দুনিয়ার ব্যস্ততাকে তুচ্ছ করে...