প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা আমাদের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নিয়োজিত। তারা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলছে, যা তার জনগণকে শাসনকে কেন্দ্রে রাখে। ফেব্রুয়ারিতে আমরা আমাদের জাতীয় নির্বাচন করবো এবং এর সঙ্গে আমরা ন্যায়বিচার এবং জনগণের শক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।সোমবার (১৩ অক্টোবর) রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই অনুষ্ঠান আয়োজন করছে।ড. মুহাম্মদ ইউনুস বলেন, গত বছর বাংলাদেশের জনগণ সবার জন্য গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করতে তাদের ক্ষমতা পুনরুদ্ধারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে। আমাদের যুব সম্প্রদায় সাহস এবং আশায় পরিপূর্ণ তরুণরাই— এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তাদের দাবি ছিল সহজ— জনগণকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। ন্যায্যতা, অন্তর্ভুক্তি এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে...