ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এদিন দুপুর ২টায় শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ফেনীর ৬ উপজেলা ফুটবল দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় লড়বে। ক গ্রুপে রয়েছে ফেনী সদর, পরশুরাম ও ফুলগাজী; খ গ্রুপে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা।...