২০০৬ সালের বাম্পারহিট হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’র আসন্ন ডিজনি সিক্যুয়ালে দেখা যাবে পপ তারকা লেডি গাগাকে। সাপ্তাহিক বিনোদনবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি’র প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার শুটিং সেট থেকে গাগার কিছু ছবি প্রকাশিত হওয়ার পর এই খবর এখন নিশ্চিত। তবে বহুল আলোচিত এই সিনেমায় গাগাকে কোন চরিত্রে দেখা যাবে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। অবশ্য মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুকি ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির মতোই একই চরিত্রে ফিরছেন বলে জানা গেছে। এ ছাড়া অভিনয় শিল্পীদের তালিকায় নতুন করে যোগ দিয়েছেন কেনেথ ব্রানাঘ, লুসি লিউ, জাস্টিন থেরক্স, বি জে নোভাক, পলিন চালামেট এবং সিমোন অ্যাশলে। ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’র দ্বিতীয় কিস্তি পরিচালনা করছেন ডেভিড ফ্রাঙ্কেল। চলতি বছরের জুনে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন অ্যালাইন...