ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এলইডি বিলবোর্ড বরাদ্দের দর প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা থাকলেও কৌশলে মাত্র ৮০০ টাকায় তা দেওয়া হয়েছিল। এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংস্থাটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. রুবেল বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ জন্য মামলায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের জমিতে বিজ্ঞাপন ফলক (বিলবোর্ড) বরাদ্দে প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা দর নির্ধারিত থাকলেও কৌশলে মাত্র ৮০০ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়। এতে দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের...