ঢাকায় ‘৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতার মূলপর্বের খেলা আজ সোমবার (১৩ অক্টোবর) রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। এতে প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান। মাত্র কয়েক দিন আগেই ‘রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখে তিনি আজ বালক এককের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের পানাওয়াতকে ৬-৩, ৬-২ গেমে সহজে হারিয়েছেন। বালক এককে অবশ্য মিশ্র ফল পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শীর্ষ র্যাঙ্কিংয়ের খেলোয়াড় চীনের চুয়ান ডিং বাংলাদেশের মাহাদ বিন মালেককে ৬-১, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের অবিনাশও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। থাইল্যান্ডের দিরাপাথের কাছে ৬-৩, ৬-০ গেমে হারিয়েছে। আরেক ম্যাচে বাংলাদেশের সায়েমকে হারিয়েছেন...