বাংলাদেশে টাইফয়েড এখনো একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। দূষিত পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ও খাদ্যনিরাপত্তাহীনতার কারণে প্রতি বছর হাজার হাজার শিশু এই ব্যাধিতে আক্রান্ত হয়। এর মধ্যে অনেকে জটিল সংক্রমণে ভোগে, কেউ কেউ প্রাণও হারায়। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার গ্যাভি, ইউনিসেফ ও ডব্লিউএইচওর সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মতো শুরু করেছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। যার আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু বিনামূল্যে এক ডোজ টিকা পাবে। এটি শুধু একটি জনস্বাস্থ্য উদ্যোগ নয়, বরং টাইফয়েড প্রতিরোধে সামাজিক বিপ্লব, যেখানে আমাদের সোনামণি প্রতিটি শিশুর জীবন সুরক্ষিত রাখার দায়িত্ব রাষ্ট্র নিজ হাতে নিয়েছে। নিঃসন্দেহে এটি প্রশংসনীয়, অতি চমৎকার উদ্যোগ। রাষ্ট্রের গণমুখী এ পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।তবে এই উদ্যোগ সফল করতে হলে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সম্প্রতি ইউনিসেফ, গ্যাভি...