কোনো দেশই এখন পর্যন্ত বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে পারেনি। তবে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) জানালেন, জীবনে সবকিছুই প্রথমবার হয় এবং তিনি ব্রাজিলকে নিয়ে সেই ইতিহাসই গড়তে চান। গত মে মাসে দায়িত্ব নিয়ে ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হন আনচেলত্তি। তার অধীনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে তাদেরই মাটিতে ৫-০ গোলে বিধ্বস্ত করে এসেছে সেলেসাওরা। আগামীকাল (মঙ্গলবার) টোকিওতে জাপানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিজের এবং দলের জন্য নতুন ইতিহাস তৈরির লক্ষ্যের কথা জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেওয়া, তাদের সেরা পারফরম্যান্স বের করে আনা এবং বিশ্বকাপ জেতা। এটা ঠিক...