সংবাদ সম্মেলন করে ঠিকাদার আব্দুর রহমান জনি চাঁদা দাবির অভিযোগ করেছেন। লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তবে রাফি তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ঠিকাদার আব্দুর রহমান জনি স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত রাফি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। ভুক্তভোগী জনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, ‘‘সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আজিজুর রহমান মাস্টার বাড়ির সামনে সলিং রাস্তার কাজ করছি। গত ৩ অক্টোবর সমন্বয়ক পরিচয়দানকারী...