১৩ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন জন ক্যাম্পবেল ও শাই হোপ। এরপরও ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পরাজয়ের দুয়ারে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ মঙ্গলবার ভারতের দরকার ৫৮ রান, ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেট। দিল্লিতে টেস্টের প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান করেছিল ক্যারিবীয়রা। ইনিংস হার এড়াতে ৮ উইকেট হাতে নিয়ে আরও ৯৭ রান দরকার ছিল সফরকারীদের। ক্যাম্পবেল ৮৭ ও হোপ ৬৬ রানে অপরাজিত ছিলেন। সোমবার চতুর্থ দিনের শুরু থেকে ভারতের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন ক্যাম্পবেল ও হোপ। ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার বলে ছক্কা মেরে ২৫ ম্যাচের...