ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন বাংলাদেশি ৮ নাগরিক। তাঁদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে ভারতের মেঘালয়ের লালগাঁও চেকপোস্ট এলাকায় তাঁদের দেখতে পেয়ে আটক করে বিএসএফ। বিষয়টি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবিকে অবগত করে বিএসএফ। পরে আটককৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে বিজিবি নিশ্চিত হয় যে, এরা সবাই বাংলাদেশি নাগরিক। একপর্যায়ে তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বর্ডার হাট এলাকায় দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটককৃতদের লাউড়েরগড় বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে এই ৮ বাংলাদেশি নাগরিককে নিকটস্থ তাহিরপুর থানায় সোপর্দ করে বিজিবি। এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮...