বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেললেন স্বর্ণা আক্তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৪ বলের রেকর্ডগড়া ফিফটি তুলেছেন এই ব্যাটার। তাতে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক বনে গেলেন এই ১৮ বছর বয়সী ক্রিকেটার। আজ (সোমবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে ৩ চার ও ৩ ছক্কার মারে ফিফটি তুলে নেন স্বর্ণা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। নিজের ২১তম ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পেলেন স্বর্ণা। আর সেটাও হলো রেকর্ডগড়া। এদিন ব্যাটিংয়ে নেমে ৪০ ওভারে দেড়শ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪১তম ওভারের প্রথম বলে ফিরে যান নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন স্বর্ণা। ক্রিজে এসেই মেরে খেলতে শুরু করেন তিনি। ইনিংসের ৪৭তম ওভারে তুমি শেখুখুনেকের ওভারে ১ ছক্কা ও ২টি চার হাঁকান এই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৪...