দিল্লি টেস্টে রেকর্ড গড়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। প্রথম ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট শিকার করেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে খরচ করেছেন ১০৪ রান। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার এক ইনিংসে শতরান খরচ করে নিলেন ৩ উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাধিক রেকর্ড গড়ে ইতিহাস রচনা করেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুরন্ত স্পেল উপহার দিলেন তিনি। ২৬.৫ ওভারে ৮২ রান দিয়ে তুলে নিলেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এ নিয়ে টেস্টে পঞ্চম ফাইভ-ফার নিলেন কুলদীপ। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কুলদীপ হয়ে গেলেন সবচেয়ে দ্রুত পাঁচটি পাঁচ-উইকেট পাওয়া বাঁ-হাতি লেগ স্পিনার। পরিসংখ্যান বলছে, কুলদীপ এখন সমান জায়গায় রয়েছেন ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের সঙ্গে। ওয়ার্ডল যেখানে ২৮ টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, সেখানে কুলদীপ তা করেছেন...