যশোরের কেশবপুরে প্রায় চার বছর আগে করা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির দাবি, প্রতারণা করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ করার জন্য ‘হত্যা’ চেষ্টারসুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। এ সুযোগে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। দিচ্ছে প্রাণনাশের হুমকিও। এর জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। বাদি আলাউদ্দীন মোড়লের মামলায় উল্লেক করেন, কেশবপুর উপজেলায় ২০১৭ সালের নভেম্বরে ৭ তারিখে আমি, রায়হান মোড়ল ও মনিরুল ইসলাম মোড়লসহ আর দুইজন মিলে ‘মেসাস জামান ব্রিকস’ নামে একটি ইটভাটা প্রতিষ্ঠা করি। এ ইট ভাটায় আমি ৩০ শতাংশ অংশিদার। যার কারণে আমরা বিভিন্ন সময় ৩৭ লাখ টাকা বিনিয়োগ করি। আর এ ভাটার ইট বিক্রিসহ মালামাল ক্রয়ের সকল হিসাব নিকাশ ও কিনাকাটার দায়িত্বে থাকেন কামরুজ্জামান মোড়ল, রায়হান...