চারদিনব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে। ‘তা'মীরুল মিল্লাত সায়েন্স ক্লাব -এর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও বিজ্ঞানচেতনা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিজ্ঞানের নবযুগের স্বপ্নে উজ্জীবিত তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক অনন্য উৎসবে পরিণত হয়েছে ‘ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট-২৫। চারদিনব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে। ‘তা'মীরুল মিল্লাত সায়েন্স ক্লাব -এর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও বিজ্ঞানচেতনা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র...