গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। সভায় উপজেলার সাম্প্রতিক ও আলোচিত বিভিন্ন ঘটনা পর্যালোচনা করা হয়। পাশাপাশি জুয়া, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবনের বিস্তার, ডলার চক্র, চুরি, ডাকাতি, বাল্যবিয়ে, জনদুর্ভোগ, কৃষি সমস্যা, এনথ্রাক্সসহ নানা সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত...