চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন।এদিন রিভিশন আবেদনের পক্ষে শুনানি শেষ করেন সালমান শাহর মায়ের আইনজীবী মো. ওবায়দুল্লাহ।বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা মামলার কিছু ডকুমেন্ট চেয়ে রিভিশন দায়ের করি। ২০২২ সাল থেকে আমরা শুনানি শুরু করি। আজ শুনানি শেষ হলো। আমরা শতভাগ আশাবাদী, আদালত আমাদের রিভিশন মঞ্জুর করবেন। মামলাটি পুনঃতদন্তে যাবে। এদিন সালমান শাহ ‘হত্যার’ বিচার দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন করেন নায়কের ভক্তরা।’১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।...