জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসিকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। জানানো হয়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে তিনি বিভিন্ন দোকান ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স নিউ খোদেজা ফার্মেসিতে অবৈধভাবে ওষুধ রাখার দায়ে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ধারা অনুযায়ী দুই হাজার টাকা এবং নাহার ফার্মেসিকে দুই হাজার টাকাসহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।...