১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ নং পয়ারী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছিলো। এদিকে চলতি বছরের ০৯ ফেব্রুয়ারি আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমানকে আহ্বায়ক এবং মোঃ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ফুলপুর উপজেলা বিএনপির ৯৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এরপর থেকেই ইউনিয়ন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক কাজে তৎপর হয়ে উঠে উপজেলা বিএনপি। সেই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উপজেলার ৬ নং পয়ারী...