নগরীর দারুল উলুম মাদরাসার ছাত্র ইকরামুল হাসান (১২) কে বলৎকার করায় শিক্ষক মো. ইসমাইল (৪৭) কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইদুর রহমান গাজী। গতকাল ১৩ অক্টোবর সোমবার মামলা আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী শিক্ষক মো. ইসমাইলকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ডে দন্ডিত করাসহ ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ইকরামুল হাসানকে নগরীর দারুল উলুম মাদরাসায় হিফজুল কোরআন বিভাগে ২০২২ সালে ভর্তি করেন। মাদরাসায় থাকাকালীন ঐ শিক্ষক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বলৎকার করতো। সর্বশেষ ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ৬ষ্ঠ তলার গোসল খানায় নিয়ে তার পড়নের প্যান্ট খুলে জোর পূর্বক বলৎকার করে। বিষয়টি মাদরাসা পরিচালনা কমিটি অবহিত করে হাসানের মাতা জান্নাতুল...