বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যসেবা উন্নয়নের স্পষ্ট রূপরেখা দেওয়া আছে। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই খাতটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।” সোমবার (১৩অক্টোবর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দুলু বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো জবাবদিহিতা নেই। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার অভাব, ওষুধ সরবরাহের সংকট—সবই সরকারের লুটপাটের ফল। কোটি কোটি টাকা আত্মসাৎ করে এদেশের জনগণের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ।” সভায় আরও উপস্থিত...