বাংলাদেশে দারিদ্র্য বিমোচন গবেষনার ফল মিশ্র- কখনো বাড়ছে আবার কমছে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন গবেষনার ফল মিশ্র- কখনো বাড়ছে আবার কমছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য ও কর্মসংস্থানের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার বেড়েছে এবং শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬০ দশমিক ৯ থেকে কমে ৫৮ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে নতুনভাবে শ্রমবাজারের বাইরে যাওয়া প্রায় ৩০ লাখ কর্মক্ষম মানুষের মধ্যে ২৪ লাখই নারী। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে কর্মসংস্থান পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও নারী শ্রমশক্তির অংশগ্রহণ কমে যাওয়ায় সামগ্রিক শ্রমবাজারে...