মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা দেশত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে একটি চুক্তির পর ফরাসি সামরিক বিমানে করে তাকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো সোমবার রয়টার্সকে নিশ্চিত করে বলেন, "প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। আমরা প্রেসিডেন্সি কর্মীদের ফোন করেছি এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ ছেড়ে গেছেন।" রাজুয়েলিনার বর্তমান অবস্থান অজানা বলেও জানান তিনি। একটি সামরিক সূত্রও রয়টার্সকে নিশ্চিত করেছে যে রাজুয়েলিনা রবিবার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে চলে গেছেন। খাবার পানি ও বিদ্যুতের সংকট ঘিরে গত ২৫ সেপ্টেম্বর প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক সর্বজনীন বিদ্রোহে রূপ নেয়। এই বিক্ষোভের মুখে রাজুয়েলিনা ক্রমেই বিচ্ছিন্ন...