শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল। তারা জানান, শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করেছেন তারা এবং তাদের নিশ্চিত করা হয়েছে, অধ্যাদেশের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। তবে অধ্যাদেশের কাজ বর্তমানে দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে বেশি সময়সাপেক্ষ। তারা আরও বলেন, এখন সব থেকে সময় সাপেক্ষ কাজ হচ্ছে ৬ হাজার ইমেইল যাচাই। গত বৃহস্পতিবার পর্যন্ত জমা হওয়া প্রায় ৬ হাজার ই-মেইল যাচাই করতে সময় লাগছে। শিক্ষার্থীদের উদ্বেগের কারণে এ কাজের জন্য লোকবল দুজন থেকে বাড়িয়ে ৫ জন করা হয়েছে। এর পরবর্তী ধাপ হচ্ছে অংশীজনদের সঙ্গে আলোচনা। প্রায় ১২০০ শিক্ষক, দেড় লাখ শিক্ষার্থী, রাজনৈতিক ছাত্র সংগঠন,...