বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, কৌশলগত অবস্থানের কারণে মহেশখালীর অপার সম্ভাবনা সার্বজনীনভাবে স্বীকৃত। জাতীয় অগ্রাধিকার হিসেবে এ এলাকার গুরুত্ব বর্তমান ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে শিল্পায়ন, জ্বালানি, গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি গভীর সমুদ্রের মৎস্য আহরণকে উন্নয়নের চতুর্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) আগারগাঁওয়ের বিডা ভবনে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আয়োজিত উচ্চপর্যায়ের এক পরামর্শ সভা এ কথা বলেন তিনি। গভীর সমুদ্র মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে মিডা। মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে সভায় মিডার বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন নির্বাহী সদস্য কমোডর তানজিম ফারুক। এসময় সময়োপযোগী নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন নির্বাহী সদস্য...