মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধবিরতি এবং জিম্মিদের নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম পর্যায়ের চুক্তি স্বাক্ষরের পর উভয়ের জন্যই অবশেষে দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটেছে। তিনি বলেন, গাজা অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তিগুলো সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে। দ্য স্ট্রেইট টাইমসে বলা হয়, সোমবার ১৩ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প আরও বলেন, এত বছরের অবিরাম যুদ্ধ এবং অন্তহীন বিপদের পর, আজ আকাশ শান্ত। বন্দুক নীরব, সাইরেন স্থির, এবং একটি পবিত্র ভূমিতে সূর্য উদিত হয়েছে যেখানে অবশেষে শান্তি এসেছে। এটি কেবল একটি যুদ্ধের সমাপ্তি নয়। এটি সন্ত্রাস ও মৃত্যুর যুগের সমাপ্তি এবং বিশ্বাস, আশা ও ঐশ্বরিক যুগের সূচনা। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের বক্তৃতার কয়েক মিনিটের মধ্যেই সংসদ সদস্য আয়মান ওদেহ তাকে বাধা দেন এবং তিরস্কার...