হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পেয়েছেন ২০ জন ইসরায়েলি জিম্মি। তাঁদের জন্য বিশেষভাবে তৈরি ‘ওয়েলকাম কিট’-এ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুর হাতে লেখা বার্তা যুক্ত করা হয়েছে। চিঠিতে নেতানিয়াহু লিখেছেন, “ইসরায়েলি জনগণের পক্ষ থেকে তোমাদের ঘরে ফেরায় স্বাগত! আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের আলিঙ্গন করছি। — সারা ও বেনিয়ামিন নেতানিয়াহু।” প্রধানমন্ত্রীর দপ্তর এক্স (সাবেক টুইটার)-এ এই নোটের ছবি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের জন্য তৈরি এই কিটে রয়েছে জামাকাপড়, ব্যক্তিগত সামগ্রী, একটি ল্যাপটপ, মোবাইল ফোন ও ট্যাবলেট। এই ২০ জন বন্দির মধ্যে আছেন বার আব্রাহাম কুপারস্টেইন, এভিয়াতার ডেভিড, যোসেফ-চাইম ওহানা, সেগেভ কালফন, আভিনাতান অর, এলকানা বোহবট, ম্যাক্সিম হারকিন, নিমরোদ কোহেন, মাতান আংগ্রেস্ট, মাতান জাঙ্গাউকার, আইতান হর্ন, আইতান আব্রাহাম মোর, গালি বারম্যান, জিভ...