জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হচ্ছে মেরুকরণ। নির্বাচনকে সামনে রেখে কোন দল কার সঙ্গে ঐক্যবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে চলছে তীব্র দরকষাকষি ও আলোচনার ঝড়। এর মধ্যে সবার নজর এখন জামায়াত ও বিএনপিকে ঘিরে সম্ভাব্য বৃহৎ জোট গঠনের দিকে। সূত্র জানিয়েছে, দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি একটি বড় নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে। দলটি ইতোমধ্যে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন দল ও জোটের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছে। এসব দলের কয়েকজন প্রার্থীকে বিএনপি থেকে ‘গ্রিন সিগনাল’ও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর বাইরে আরও কয়েকটি দলের সঙ্গেও বিএনপি নিয়মিত যোগাযোগ রাখছে। বিশেষ সূত্রে জানা গেছে, নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়ায় এনসিপির সঙ্গেও বিএনপির পর্দার আড়ালে আলোচনা চলছে। বিএনপির স্থায়ী...