গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও সৎ ছেলের হাতে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শেখের হাতে মারপিটের শিকার হন শোভা বেগম। পরে স্থানীয় ও প্রতিবেশী এবং নিহতের সৎ ছেলে ফখরুল শেখ তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য...