চলমান নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ২৩২ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। এদিনে দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা। সোমবার (১৩ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দেখে শুনেই খেলতে থাকেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। রান রেট কম থাকলেও উইকেট ধরে রেখে এগিয়ে যাচ্ছিলেন দুজন। এতে ১৬তম ওভারে দলীয় ফিফটি পার করে বাংলাদেশ। ফিফটির পরই উইকেট হারায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ফেরেন রুবাইয়া এবং ৭৬ বলে ৩০ রান করে তাকে সঙ্গে দেন ফারজানা। তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার। ৭৪ বলে ফিফটি তুলে নেন তিনি, আর তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা...