নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার,(১৩ অক্টোবর ২০২৫) সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, এমডিএম কার্যক্রম ও শিক্ষা উপকরণ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার স্বেচ্ছাচারী আচরণে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত স্কুলে আসেনা, শিক্ষার্থীদের দিয়ে সিগারেট আনিয়ে নেন, সিগারেট আনতে রাজি না হলে শিক্ষার্থীদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষকদের অবমূল্যায়ন এবং সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকটির বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তবুও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে...