সম্প্রতি তাদের একটি পরিদর্শন টিম হাওর এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে দেখতে পায়, দীর্ঘদিন ধরে একদল অসাধু ব্যক্তি কৃষিজমি ও হাওরের জলাভূমি ভরাট করে সেখানে স্থাপনা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। হাওরের প্রাণপ্রবাহ, জীববৈচিত্র্য এবং কৃষিনির্ভর জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়ে ভূমির শ্রেণী পরিবর্তনের অপচেষ্টা চলছে। বাংলাদেশের বিদ্যমান পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, হাওর, বিল, জলাশয় এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তন করার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আবশ্যক। অথচ সরাইলের এই এলাকায় কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ভরাট কার্যক্রম চালানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। ‘তরী বাংলাদেশ’ এর আহবায়ক শামীম আহমেদ বার্তা বাজার কে বলেন,“এটি শুধু হাওরের পরিবেশ ধ্বংস নয়, এটি জীববৈচিত্র্যের ওপর সরাসরি আঘাত। আমরা পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া শাখা এবং উপজেলা নির্বাহী অফিসার, সরাইল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি-এই অবৈধ কার্যক্রম দ্রুত বন্ধে যথাযথ ব্যবস্থা...