প্রতারণা ও জালিয়াতির ঘটনায় ঢাকার আশুলিয়া থানার মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংয়ের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। উভয় পক্ষের শুনানি শেষে সোমবার (১৩ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আশরাফুল হাসান চার দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। শুনানিতে আমরা বলেছি, এ আসামিসহ বাংলাদেশি আরও চারজনের একটি চক্র আছে। তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। তাদের সঙ্গে আরও কে কে আছে, এ বিষয়টি জানার জন্য চার দিনের রিমান্ড প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল...