সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সংক্রান্ত অধ্যাদেশের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে এবং বাকি কাজ শেষ করে দ্রুতই অধ্যাদেশ জারি করা হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছে শিক্ষা উপদেষ্টার দপ্তর। এতে আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের সদস্য মো. তানজিমুল আজিজ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের এ তথ্য জানান। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফিরে শিক্ষার্থী তানজিমুল আজিজ বলেন, আমরা প্রতিনিধি দল হিসেবে সচিবালয়ে গিয়েছিলাম। সেখানে শিক্ষা উপদেষ্টার পিএসসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে, যা কিছুটা সময়সাপেক্ষ। এই ধাপ শেষ হলেই পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে।...