আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এ সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন নিয়ে সাম্প্রতিক কিছু বিভ্রান্তিকর সংবাদের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাইগারদের ভবিষ্যৎ ওয়ানডে সূচি এবং বিশ্বকাপের মূলপর্বে খেলার পথচলার ছক পরিষ্কার করেছে। বিসিবি জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর পারফরম্যান্সই নির্ধারণ করে দেবে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তাই র্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে বা আরও উন্নত করতে হলে আসন্ন প্রতিটি সিরিজই বাংলাদেশের জন্য অত্যন্ত...