ইউক্রেইনে দূর-পাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর চিন্তা-ভাবনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি ইউক্রেইনে টমাহক পাঠাবেন কি-না। জবাবে ট্রাম্প বলেন, “দেখা যাক... আমি পাঠাতে পারি। রাশিয়ার সঙ্গে ইউক্রেইনের যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র হবে আগ্রাসনের এক নতুন ধাপ।” ট্রাম্পের এই মন্তব্য আসে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ফোনালাপের পর। ওই আলাপে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা জোরদারে শক্তিশালী সামরিক সহায়তা চান। এর আগে মস্কো যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিল, ইউক্রেইনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে তা যুদ্ধকে আরও তীব্র করবে এবং ওয়াশিংটন-মস্কো সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার ৫০০ কিলোমিটার, যা ইউক্রেইনের হাতে থাকলে রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত হামলার ক্ষমতা পাবে দেশটি। ট্রাম্প বলেন, “আমি হয়ত রাশিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলব।...