জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে গুঞ্জন গণঅভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কি জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নাকি এককভাবে লড়াইয়ে নামবে? যদিও এখনই এর স্পষ্ট উত্তর মিলছে না, তবুও বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির পর্দার আড়ালের আলোচনার খবর জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে। তবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। অপরদিকে, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। অন্যদিকে, বিএনপি এখনই এনসিপির সঙ্গে জোটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নয়। আর জামায়াত জানিয়েছে, জোট গঠনের বিষয়ে তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি, যদিও ফ্যাসিবাদবিরোধী সব দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিএনপি দীর্ঘদিন ধরেই জাতীয় সরকারের মডেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় দলটি তাদের মিত্রদের জন্য অন্তত ৫০টি...