চলমাম নারী বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় টানা দুই হারের পর এবার ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে দুইশোর্ধ্ব রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। আজ (সোমবার) বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নারী বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। বাংলাদেশের পক্ষে আজ দুর্দান্ত ব্যাট করেছেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৪ বলেই ফিফটি তুলে নেন তিনি। যা বাংলাদেশ নারীদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন এই ব্যাটার। আরেকটি ফিফটি এসে শারমিন আক্তার সুপ্তার ব্যাট থেকে। ৭৭ বলে ৬ চারের মারে ৫০ রানের ইনিংস খেলেন এই টপ অর্ডার...