১৩ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম বিশ্বকাপ বাছাইপর্বে বেলারুসকে রোববার ২-১ গোলে পরাজিত করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড। অন্যদিকে ফিনল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নেদারল্যান্ডস। চার ম্যাচ শেষে স্টিভ ক্লার্কের স্কটল্যান্ড ডেনমার্কের সাথে গ্রুপ-সি’তে যৌথভাবে শীর্ষে রয়েছে। ঘরের মাঠে রাসমাস হোলান্ডের গোলে গ্রীসকে ৩-১ গোলে পরাজিত করেছে ডেনমার্ক। গোল ব্যবধানে অবশ্য টেবিলে ডেনমার্কই এগিয়ে রয়েছে। কোপেনহেগেনে কালকের জয়ে শীর্ষস্থান নিশ্চিত হয় ড্যানিশদের। তবে স্কটল্যান্ডের আশাও শেষ হয়ে যায়নি। ১৯৯৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের টিকিট নিশ্চিতে অন্তত প্লে—অফে খেলার সুযোগ পাবে স্কটিশরা। আগামী ১৮ নভেম্বর গ্ল্যাসগোতে বাছাইপর্বে শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। বেলারুসকে হারানোর পর স্কটিশ তারকা মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে বিবিসিকে বলেছেন, ‘আমরা জানি এখন থেকে শেষ...