গাজা যুদ্ধসহ মোট আটটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এবার তিনি আফগানিস্তান ও পাকিস্তানের সংঘাত সমাধানের দিকে মনোযোগ দেবেন। নিজেকে ‘যুদ্ধ সমাধানে পারদর্শী’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। খবর দ্য হিন্দুস্থান টাইমস। আজ সোমবার (১৩ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা শেষে জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল যাওয়ার পথে তিনি এসব কথা বলেন। ট্রাম্প আফগানিস্তান-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বলেন, ‘আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আমি বলেছিলাম, ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আরেকটি যুদ্ধ বন্ধ করছি। কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী।’ মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দাবি পুনর্ব্যক্ত করে বলেন, শান্তি প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ সমাধান ও জীবন বাঁচাতে সাহায্য করা একটি ‘সম্মানের’ বিষয়। ট্রাম্প বলেন, ভারত, পাকিস্তানের কথা ভাবুন... এছাড়া...