বাংলা সাহিত্যে আবুল মনসুর আহমেদ ব্যঙ্গাত্মক রচনার জন্য খ্যাতিমান। ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে তার লেখা ‘ফুড কনফারেন্স’ বইটি বাংলা সাহিত্যে এক অমূল্য সংযোজন। পঞ্চাশের মন্বন্তর বোঝার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় একটি দলিল। সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় বলেন, “আয়না লিখিয়া আবুল মনসুর প্রাতঃস্মরণীয় হইয়াছিলেন আর ফুড কনফারেন্স লিখিয়া তিনি অমর হইলেন।”আরো পড়ুন:সারা দেশে সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ঘোষণা মঙ্গলবারশিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষার্থীরা সারা দেশে সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ঘোষণা মঙ্গলবার এই গল্পে লেখক হাস্যরসের মাধ্যমে বাঙালির বাস্তব চরিত্র রূপায়ণ করেছেন। আবুল মনসুর আহমেদের এই তীক্ষ্ম ব্যাঙ্গত্মক রচনার ভঙ্গি বোধ করি খানিকটা পুরান ঢাকা থেকে প্রাপ্ত। তিনি হয়ত তার হাস্যরসের খানিকটা রস পুরান ঢাকা থেকেই পেয়েছিলেন। তার বই ‘আত্মকথা’য় উচ্চ শিক্ষা: ঢাকা নামক অধ্যায় উঠে এসেছে জগন্নাথ কলেজে শিক্ষর্থী থাকাকালে তার পুরান ঢাকার...