জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবাদুল্লাহ খান। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টে থেকে দুই বছরের মাস্টার্স অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ইউজিসি এবং জাবির অর্থায়নে পরিবেশ বিষয়ক নানা গবেষণা প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবাদুল্লাহ খান বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির (বিএনজিএ) আজীবন সদস্য। একাডেমিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি পরিবেশ বিষয়ক নানা প্রবন্ধ রচনা করেছেন। বিশেষত, ল্যান্ডস্কেপের গঠন ও প্রক্রিয়া, উপকূল ও বনভূমির স্থানিক ও গঠনগত বিশ্লেষণ, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। রয়েছে আন্তর্জাতিক গবেষণাও। সম্প্রতি গবেষণা করেছেন সুন্দরবন নিয়ে। এসব বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি। জাগো নিউজ: আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে বাংলাদেশ কেমন ঝুঁকিতে আছে? এবাদুল্লাহ খান:বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে...