জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ২১ নম্বর হলে (আগের শেখ রাসেল হল) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা তারা র্যাগিংয়ের শিকার হন। পরে হল প্রভোস্টের রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল রাতের এ ঘটনায় আজ সংশ্লিষ্ট হলের প্রভোস্ট রিপোর্ট দিয়েছেন। রিপোর্টের পরিপ্রেক্ষিতে উপাচার্য ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছেন। একইসঙ্গে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ কমিটিতে মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক কামরুজ্জামানকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রারকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছন সহকারী প্রক্টর আল আমিন। বরখাস্ত হওয়া ১৬...