ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজছে জোরেশোরে। প্রচার-প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিএনপি শিগগির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে। জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে বেশ আগে। এবার নির্বাচনের মাঠে প্রধান এ দুই দলের নেতাদের উত্তরসূরিদের দেখা যেতে পারে নির্বাচনের মাঠে। এর মধ্যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কয়েকজন নেতার সন্তানরা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। জামায়াত সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ঢাকা-১৪ আসনে নির্বাচন করবেন। আরমান ২০১৬ সালে গুম হন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট মুক্তি পেয়ে তিনি ফিরে আসেন। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু দেশে এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হয়নি।...