প্রথম ইনিংসেই সর্বনাশটা যা করার করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের করা ৫১৮ রানের বিশাল ইনিংসের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ২৪৮ রানে। ২৭০ রান পিছিয়ে থাকায় ক্যারিবীয়দের ফলোঅন করায় ভারত। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। জোড়া সেঞ্চুরিতে শেষ পর্যন্ত অলআউট হয় ৩৯০ রানে। বড় স্কোর গড়লেও প্রথম ইনিংসের ব্যর্থতায় ভারতের সামনে লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে মাত্র ১২১ রানের। এর মধ্যে ১ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহও করে ফেলেছে ভারতীয়রা। আর মাত্র ৫৮ রান প্রয়োজন, হাতে...