দীর্ঘ দিনের নারকীয় হত্যাযজ্ঞের পর শান্ত হয়েছে গাজা উপত্যকা। থেমে গেছে বন্দুকের গুলি বর্ষণ, নেই যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা বিস্ফোরণের বিকট শব্দ। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি কার্যকর হবার পর সোমবার (১৩ অক্টোবর) বন্দি বিনিময় হয়েছে। এ বন্দি বিনিময়ে প্রধান দায়িত্ব পালন করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস যা মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে পরিচিত। সুইজারল্যান্ডের ধনী ব্যবসায়ী হেনরি ডুনান্ড ১৮৬৩ সালে জেনেভা শহরে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি)। ১৮৫৯ সালে সংগঠিত সলফেরিনো যুদ্ধে আহত সেনাদের যত্ন নেওয়ার কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বহু যোদ্ধার মৃত্যু হয়। সেনাদের এ দুর্দশার চিত্র হেনরিকে উদ্বিগ্ন করে তোলে। তাই যুদ্ধকালীন আহত ও বন্দি সেনাদের নিরপেক্ষ ও মানবিক সাহায্য প্রদান করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন রেড ক্রস সোসাইটি। প্রতিষ্ঠার পর রেড ক্রস সোসাইটি...