রংপুরের পীরগঞ্জে আগাম জাতের আমন ধান চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। ইতোমধ্যেই এ ধান কর্তনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। ফলনও আশানুরুপ হয়েছে। ধান ও কাড়ির দুটোরই ভাল দাম পাওয়ায় আগাম জাতের আমন ধান চাষে সাড়া পড়েছে কৃষকের মাঝে । উপজেলার উজিরপুরের এনামুল হক, বড় আলমপুরের মজিবর রহমান, শালপাড়ার ফারুক বলেন এবারে পীরগঞ্জের বিভিন্ন মাঠে আগাম জাতের ধান চাষ হয়েছে । ইতিমধ্যেই ওই ধান কাটা মাড়াই শুরু হয়েছে। যে সব কৃষক এ ধান আবাদ করেছে তারা ধানের ফলন, দাম ও কাড়ি সব কিছুরেই ভাল মুল্য পাচ্ছে। আমরা আগামীতে ওই জাতের ধান চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি রোপা আমন মৌসুমে পীরগঞ্জে ২৫ হাজার ৫ শত ৩৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে । তন্মধ্যে ৬ হাজার...