মানিকগঞ্জে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, দুপুরে শহরের পশ্চিম দাশড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের ‘মানসিক ভারসাম্যহীন’ এক মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বাসারের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহত হানিফের সাবেক স্ত্রী জরুরী সেবায় ফোনের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ ও বাড়ির মালিকসহ আশপাশের মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ...