সোমবার (১৩ অক্টোবর) আগে ব্যাটিং করে ধীর গতিতে শুরু করেছিল বাংলাদেশ প্রমীলা দল। তবে শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো গতিতে তুলে নেওয়া ফিফটিতে দুশো ত্রিশের কোটা পার করে বাংলাদেশ। যা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ। মাত্র ৩৪ বলে স্বর্ণা আক্তার ছুয়ে ফেলেন ফিফটি। যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নারী দলের হয়ে সবচেয়ে দ্রুতগতির ফিফটি। একই ম্যাচে দুটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৩৫ বলে ৩টি চার ও ৩টি ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। ৮ বলে ১৯ রান করে তাকে দারুণ সঙ্গ দেন ঋতুমণি। ১৮ বলে অনবদ্য ৩৭ রানের জুটি গড়েন স্বর্ণা-ঋতু। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখে-শুনে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। রান রেট কিছুটা কম থাকলেও ৫৩ রানের উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ।৫২ বলে ২৫...