১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত ১৫৪ জন ফিলিস্তিনি বন্দীকে মিশরে পাঠানো হয়েছে বলে বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে। ‘বিদেশ থেকে নির্বাসিত ১৫৪ জন ফিলিস্তিনি বন্দীকে গ্রহণ করা হয়েছে এবং ফ্রি ফ্লাড ৩ চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মুক্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরব প্রজাতন্ত্রের মিশরে স্থানান্তর করা হয়েছে,’ এতে বলা হয়েছে। যুদ্ধবিরতির সাথে যুক্ত চলমান বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত শত শত বন্দীর মধ্যে এই বন্দীরাও রয়েছেন। পাশাপাশি গাজা থেকে ২০ জন ইসরাইলি বন্দীকেও মুক্তি দেওয়া হয়েছে। হামাস ও ইসরাইলের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আওতায় মুক্তিপ্রাপ্ত বন্দীদের স্বাগত জানাতে হাজার হাজার ফিলিস্তিনি দক্ষিণ গাজার নাসের হাসপাতালে জড়ো হয়েছেন। চুক্তির অংশ হিসেবে আজ প্রায় ১,৭০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে আশা...